“Textile sector” The backbone of Bangladesh economy. ( In English and Bangla Language )

avatar
(Edited)

image.png
source

Bangladesh ranks second in the world in the textile sector. This textile sector provides 82% of the total export income which have a great effect Bangladesh economy. But 80% of the people in Bangladesh don’t know what is textile ? What is done in textiles ? Why Bangladesh is famous in the world in terms of textiles ! And how is textile contributing to the economy of Bangladesh ! As a student of textile engineering, my responsibility is to highlight the textile sector towards the people. That’s why today i sitting down to write about textile sector. Today I will try to briefly highlight the textile sector in my writing.

image.png
source

The word textile originally came from the Latin world ‘textilis’ which means ‘woven’. Woven means interlacing of yarn and yarn is produced by twisting fibers. So textile means all the materials that are made by fiber, yarn and fabric. For example, regularly we wear clothes that are a textile material. These clothes were not made easily, there is a big process behind it.

The main ingredient in making clothes is fiber. Yarn is made by twisting from fiber. Then fabric is made by interlacing or interlooping of two or more sets of yarn. The fabric goes by finishing, dyeing, scouring, bleaching for the next step. By cutting and sewing of this colored fabric, a full wearable cloth is made. Which is also called complete textile material in the language of textile. In addition to clothes, we use bed sheets, curtains, mosquito nets, etc. in our daily work. These are also textile materials. These are usually called home textiles. Moreover, we are constantly using many more types of textile material.

Bangladesh is one of the few countries in the world to produce textile material. China produces the most textile materials in the world. Vietnam, India, Turkey, Pakistan and Myanmar also produce textile materials. Bangladesh earns a lot of foreign exchange by exporting garments to different countries in Europe and America. In Bangladesh the quality is much better than the price, that’s why different countries import a lot of garments from Bangladesh. Clothes made of denim fabric in Bangladesh are very popular all over the world. Bangladesh is the highest denim exporter in America and Europe market.

image.png
source

Currently, many countries around the world have invested in Bangladesh's textile sector and many countries have expressed interest in investing in the future. The cost of making textile material in Bangladesh is very low, that’s why buyers are coming to Bangladesh from different countries which is a blessing for Bangladesh.

At present, the textile sector supplies 82% of total export income of Bangladesh, which is much more than any other sector. Simply we can say, this textile sector is the backbone of Bangladesh's economy. At present this garment sector is the main factor Bangladesh development. In 2020, Bangladesh earned US 571 million by selling only denim products in American countries and 1 billion Euros from European countries. In 2019/20 Bangladesh earned 26.80 US dollars from Ready Made Garments (RMG). So without any doubt we can say that the textile sector is a blessing for the economy of Bangladesh.

image.png
source

image.png
source

Bangladesh is a low middle incoming country. Where the amount of unemployment is much higher. This textile sector provides a job sector for the huge population of the country to earn. More than 5 million people in this country are currently involved in this textile sector. In this case, as poverty has decreased and on the other hand people have become self-reliant. The amount of per capita income has also increased a lot. The textile sector is now a name of hope for the common people of this country.

Hopefully this article of mine about textiles will be useful to many. In my next articles I will discuss more about this sector and Textile Engineering.
Thank you.

বাংলা ভাষায় :

টেক্সটাইল খাতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮২ ভাগ যোগান দিয়ে থাকে এই টেক্সটাইল সেক্টর। কিন্তু বাংলাদেশের ৮০ ভাগ মানুষই জানে না টেক্সটাইল কি? টেক্সটাইলে কি কাজ করা হয়? কি জন্যই বা বাংলাদেশ টেক্সটাইল এর দিক দিয়ে বিশ্বে বিখ্যাত! আর কিভাবেই বা টেক্সটাইল বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে! একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসেবে আমার দায়িত্ব মানুষের সামনে টেক্সটাইল সেক্টরের সেক্টর কে তুলে ধরা । তাই আজকে আমার টেক্সটাইল সম্পর্কে লিখতে বসা। আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে টেক্টটাইল সেক্টরকে আমার লেখায় তুলে ধরার চেষ্টা কররো।

সটেক্সটাইল শব্দটি এসেছে মূলত ল্যাটিন ওয়ার্ল্ড ‘টেক্সটিলিস’ থেকে যার অর্থ ' বুনন করা '। বুনন করা বলতে বুঝায় একটি সুতার সাথে আরেকটি সুতার ইন্টারলেসিং করা। সুতরাং টেক্সটাইল বলতে বুঝায় ঐ সকল মেটেরিয়াল যা ফাইবার, সুতা এবং ফেব্রিক এর মাধ্যমে তৈরি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, আমরা প্রতিনিয়ত জামা-কাপড় পরিধান করে থাকি যা একটি টেক্সটাইল মেটারিয়াল। এই জামা-কাপড় এমনি-এমনি তৈরি হয়ে যায়নি, এর পিছনে রয়েছে অনেক বড় একটি প্রক্রিয়া।

জামা কাপড় তৈরির মূল উপাদান ফাইবার। ফাইবার থেকে টুইস্টিং এর মাধ্যমে তৈরি হয় সুতা। সুতাকে আবার উইভিং এর মাধ্যমে তৈরি করা হয় কাপড়। তারপর কাপড়কে ফিনিশিং, ডায়িং, ব্লিচিং করে তৈরি করা হয় পরবর্তী ধাপের জন্য। এই ফেব্রিক দিয়ে কাটিং, সুইং করে তৈরি করা হয় একটি পূর্ণাঙ্গ পরিধানযোগ্য জামা কাপড় যেটিকে আবার টেক্সটাইলের ভাষায় সম্পূর্ণ তৈরি টেক্সটাইল উপকরন ও বলা হয়ে থাকে। জামা -কাপড় ছাড়াও আমরা আমাদের দৈনন্দিন কাজে বিছানার চাদর, পর্দা , মশারি ইত্যাদি ব্যবহার করে থাকি এগুলো ও টেক্সটাইল উপকরন। এগুলোকে সাধারণত হোম টেক্সটাইল বলা হয়ে থাকে। তাছাড়াও আমারা প্রতিনিয়ত আরো অনেক ধরনের টেক্সটাইল উপকরন ব্যবহার করে থাকি।

বিশ্বে যতগুলো দেশ টেক্সটাইল উপকরন তৈরি করে থাকে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্বে সর্বাধিক টেক্সটাইল উপকরন তৈরি করে থাকে চীন। তাছাড়াও ভিয়েতনাম, ভারত, তুরস্ক, পাকিস্তান এবং মায়ানমার ও টেক্সটাইল ম্যাটারিয়াল তৈরি করে থাকে। বাংলাদেশ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। দামের তুলনায় গুনগত মান অনেক ভাল হওয়াতে বিভিন্ন দেশ প্রচুর পরিমাণে পোশাক আমদানি করে থাকে বাংলাদেশ থেকে। বাংলাদেশের ডেনিম ফেব্রিকের তৈরি জামা-কাপড় সারাবিশ্বে অনেক জনপ্রিয়।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করেছে এবং বহু দেশ ভবিষ্যতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে টেক্সটাইল উপকরন তৈরি খরচ অনেক কম হওয়াতে অনের ক্রেতা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে চলে আসছে যা বাংলাদেশের জন্য আশীর্বাদস্বরূপ।

বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের ৮২ ভাগ যোগান দেয় টেক্সটাইল সেক্টর যা অন্যান্য যে কোন সেক্টর থেকে অনেক বেশি। এককথায় বলতে গেলে, বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড এই টেক্সটাইল সেক্টর। বর্তমানে বাংলাদেশের উন্নতির প্রধান কারিগর এই পোশাক খাত। 2020 সালে শুধু ডেনিম পন্য বিক্রি করে বাংলাদেশ ৫৬১ মিলিয়ন মার্কিন ডলার অর্জন করেছে এবং ইউরোপীয় দেশগুলো থেকে থেকে অর্জন করেছে ১ বিলিয়ন ইউরো। রেডি মেইড গারমেন্টস (আর এম জি) থেকে ২০১৯/২০ বাংলাদেশ আয় করেছে ২৭.৭০ মার্কিন ডলার। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশের অর্থনীতির জন্য টেক্সটাইল সেক্টর আশীর্বাদস্বরূপ।

বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। যেখানে বেকারত্বের পরিমাণ অনেক বেশি। এই টেক্সটাইল সেক্টর দেশের বিশাল জনগোষ্ঠীকে উপার্জনের রাস্তা তৈরি করে দিয়েছে। দেশের 50 লক্ষের বেশি মানুষ বর্তমানে পোশাক খাতে জড়িত। এক্ষেত্রে দরিদ্রতা যেমন কমেছে তেমনি অপরদিকে মানুষ স্বাবলম্বী হয়ে উঠেছে। মাথাপিছু আয়ের পরিমাণও আগের থেকে অনেক বেড়ে গেছে। দেশের সাধারণ জনগণের জন্য এখন টেক্সটাইল সেক্টর এক ভরসার নাম।

আশাকরি টেক্সটাইল সম্পর্কে আমার এই লেখাটি অনেকের কাজে আসবে। পরবর্তী লেখাগুলোতে আমি টেক্সটাইল সেক্টর সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা কররো।

ধন্যবাদ

image.png
source



0
0
0.000
3 comments
avatar

Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 500 upvotes.
Your next target is to reach 600 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Feedback from the October 1st Hive Power Up Day
0
0
0.000