প্রবাসের হালচালঃ বাংলাদেশীর কিভাবে চিকিৎসা নেয় ওমানে।

avatar

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। পোস্ট শুরু করার আগে একটা ডিসক্লেইমার।

img_0.9369878701985584.jpg
this image is made with Add Text android app

ডিসক্লেইমারঃ এই পোস্টের কথাগুলো ভিডিও এর মাধ্যমে বলেছিলাম। ভিডিওটা বানিয়েছিলাম @Hive-Bangladesh কমিউনিটি এর জন্যে। কিন্তু কোন একটা অজানা কারণে সেটা 3speak এ র‍য়ে গেছে। কমিউনিটিতে পোস্ট হয়েছিল না। তাই আবার এটা লিখিত আকারে এখানে প্রকাশ করার চেষ্টা করছি।
কেউ ভিডিও টা দেখতে চাইলে তাদের জন্য এখানে লিংকটি শেয়ার করছি।

প্রবাসের হালচালঃ বাংলাদেশীর কিভাবে চিকিৎসা নেয় ওমানে।

ওমানে মূলত ৩ রকমের হাসপাতাল বা ক্লিনিক আছে। ১) ছোট ক্লিনিক (পলি ক্লিনিক নামে পরিচিত) যেখানে আমার মত GP ডাক্তার থাকে। বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন। গাইনি এবং দাতের ডাক্তার ছাড়া সাধারণত কোন স্পেশালিষ্ট থাকে না। অপারেশন হয় না। বড় বড় পরীক্ষা-নিরীক্ষা গুলো হয় না। ২) বড় প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক। বেসরকারি। এখানে মোটামুটি সব রকমের স্পেশালিষ্ট পাওয়া যায়। বড় বড় অপারেশনও হয় কোথাও কোথাও। ৩) সরকারি হাসপাতাল এবং ক্লিনিক।

img_0.9474095060659041.jpg
My workplace Image is taken by me with my Samsung M31

এখানে আমরা যারা বাংলাদেশীরা আছি, তাদের সিংহভাগই দিন-মজুর ধরনের কাজ করেন। মেশনের কাজ (রাজমিস্ত্রী), বাসাবাড়িতে কাজ, ক্ষেত-খামারে কাজ ইত্যাদি যারা করেন তাদের এভারেজ বেতন হচ্ছে ১০০-১২০ ওমানি রিয়াল। কোন সমস্যা যেমন বুকে ব্যথা বা পেটে ব্যথা নিয়ে সরকারি কোন হাসপাতালে গেলে সমস্ত প্রকার টেস্ট করাতে একদিনেই তাদের পুরা মাসের বেতন শেষ হয়ে যায়। বড় প্রাইভেট হাসপাতালে কোন স্পেশালিষ্ট দেখালে ৩০-৪০ রিয়াল চলে যায়। বড় পরীক্ষা, যেমন এম আর আই করাতে গেলে ৮০-৯০ রিয়াল চলে যায়। অপারেশন এর খরচ তো ২০০-৩০০ রিয়াল ছাড়িয়ে যায়। তাই যেকোন সমস্যা, ছোট কিংবা বড়, আমাদের ছোট পলিক্লিনিকই হচ্ছে সবার প্রথম পছন্দ। দেশে যেখানে সবাই প্রফেসর লেভেলের ডাক্তার দেখাতে হুমড়ি খেয়ে পড়ে, রাত জেগে হলেও, ১-২ মিনিটের জন্যে হলেও প্রফেসর ডাক্তারের রুমে ঢোকা চাই ই চাই, ওমানে চিত্র পুরোটাই উলটা। তাইতো দেখা যায়, যখন কোন রুগী আমাদের মত ছোট ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয় না, বা আমরা বলে দিই বড় হাস্পাতালে যাওয়ার জন্য, রুগীরা বড় হাসপাতালে যাওয়ার পরিবর্তে বাংলাদেশে চলে যান। স্বল্প খরচে চিকিৎসাও হল, পরিবার-পরিজনের সাথেও দেখা সাক্ষাৎ হল।

আরেকটি মজলুম গ্রুপের কথা না বললেই নয়। বাসাবাড়িতে কাজ করা মহিলা। আমার চেম্বারের অভিজ্ঞতা হল, বেশীর ভাগই অত্যন্ত দুঃখ কষ্টে দিন কাটায়। অনেক স্পন্সর তাদের কে সঠিক চিকিৎসা করায় না। জটিল পর্যায়ে না পৌছানো পর্যন্ত ডাক্তারের কাছে নেয় না। নিলেও অনেক ক্ষেত্রেই রুগীনিকে নিজের চিকিৎসা খরচ নিজেকেই বহন করতে হয়। আমরা না পারি প্রয়োজনীয় টেস্ট করাতে, না পারি ভাল ওষুধ দিতে। অনেকেই আমাকে অনুরোধ করে যেন স্পনসর কে বলে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু সেক্ষেত্রে কিছুই করার থাকে না আমার।

যখন কোন রুগী প্রথম আমার ক্লিনিকে আসে, শুরুতে নাম লেখাতে হয় ১.৫ রিয়াল দিয়ে (৩৩০ টাকা)। পরবর্তী ৭ দিনের ভিতর আবার আসা লাগলে আর ভিজিট লাগবে না। কিন্তু ৭ দিন পার হলে আবার গুনতে হবে ১.৫ রিয়াল। আমার ক্লিনিকের গাইনি ম্যাডাম কে দেখাতে ভিজিট লাগে ২.৫ রিয়াল। বড় প্রাইভেট হাসপাতাল গুলোতে এই ভিজিট ৫,৭ কিংবা ১০ রিয়াল পর্যন্ত হয়।

বাংলাদেশের তুলনায় ওমানে চিকিৎসার খরচ তুলনামূলকভাবে অনেক বেশী। মানের দিক দিয়েও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ওমানের তুলনায় ভাল। জীবন যাত্রার মান, কিংবা জীবনের নিরাপত্তা কিংবা আইনের শাসন ইত্যাদি ক্ষেত্রে ওমান অনেক অনেক এগিয়ে। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বলব বাংলাদেশই এগিয়ে।

ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেয।



0
0
0.000
7 comments
avatar

সত্যি অনেক কষ্ট লাগলো বাংলাদেশী মানুষ বেশিরভাগ দেশেই শ্রমিক হিসেবে যায়। যা সত্যি দুঃখজনক। আমাদের ম্যানপাওয়ার বিষয়টা নিয়ে কর্তৃপক্ষের ভাবা উচিত।যাই হোক সেই শ্রমিকরা যে টাকা বেতন পায় সে টাকা দিয়ে চিকিৎসা করলে তাদের সেখানে যেমন চলতে অসুবিধা হবে ঠিক তেমনি ভাবে অসুবিধা হবে তাদের বাড়িতে ফেলে আসা পরিবারগুলোর। কেননা পরিবারগুলো প্রতিমাসে তাদের দিকে চেয়ে থাকে। ধন্যবাদ আপনার প্রবাশের চিকিৎসা দেয়া এবং আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা দের চিকিৎসা নেয়ার পদ্ধতি সম্পর্কে বলার জন্য।

0
0
0.000
avatar

Yes. A major portion of them are workers. Exceptions are there was well. Some of the Bangladeshi are in good place, but they are less in number.

Thanks for stopping by. !ENGAGE

0
0
0.000
avatar

Thank you for your engagement on this post, you have recieved ENGAGE tokens.

0
0
0.000
avatar

Onek kisu janlam aj apnar video theke. Ajker video ti besh information silo. Tobe ai building tar design besh sundor.
Ashole eta sotto j tader boro hospitale jawa samvob na karon poysar ekta bishoy thake.
Asholei vai poysar chintay tara rest na and injection nite chay.
Thanks for sharing another nice vlog.

0
0
0.000
avatar

Yes. Some of them are really struggling in this foreign land.

Nice to know that you have liked my post. Thanks for stopping by. !ENGAGE 15

0
0
0.000
avatar

Afsus holo amra deshe theke tader kaster takay ayesh kori kintu tader mullayon kori na.

0
0
0.000
avatar

Thank you for your engagement on this post, you have recieved ENGAGE tokens.

0
0
0.000