প্রবাসের হালচালঃ ওমানীদের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীলতার একটা গল্প

avatar
(Edited)

▶️ Watch on 3Speak


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আমি হাফিজ, ওমান থেকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওটিতে আপনাদের একটা গল্প শোনাব ইনশাআল্লাহ। সরকার কর্ত্বক আরোপিত আইন-কানুন গুলো মেনে চলার প্রতি নাগরিকদের আগ্রহের বিষয়টিই মুলত এই গল্পের মাধ্যমে উপর আসবে।

Global crime index অনুযায়ী, ২০২০ সালে, safest country of the world, এই ক্যাটাগরিতে ওমানের অবস্থান ছিল ৫ম। এটা এই কারণেই সম্ভব হয়েছে যে এখানে নিয়ম-কানুন আছে, নাগরিকেরা তা মেলে চলেন। এটা আমরা জানি, শুনেছি, দেখেছি, দেখছি এবং কালকে চাক্ষুষ দেখলাম।

আশা করি ভিডিওটি দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।


▶️ 3Speak



0
0
0.000
3 comments
avatar

আমাদের এখানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যখন সরকার থেকে মসজিদে একত্রে অনেক মানুষ নামাজ পড়তে নিষেধাজ্ঞা এসেছিল তখন মুসল্লি ভরে গেছে। তখন নানান জনের নানান কথা বলা শুরু করলো। লকডাউন সাধারণ অবস্থার চেয়েও জঘন্য ছিল। কেননা মানুষজন বিন্দু পরিমান এই নিয়ম তোয়াক্কা করে না। যাই হোক ওমানের মানুষ সচেতন হওয়ার কারণেই আজ তাদের এই অবস্থান। ধন্যবাদ সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

0
0
0.000
avatar

Thanks, brother for watching this video. Yes. They follow the rules and regulations. However, it is not enough to control the spread of the virus!!
!ENGAGE 15

0
0
0.000
avatar

Thank you for your engagement on this post, you have recieved ENGAGE tokens.

0
0
0.000