প্রবাসের হালচালঃ ওমানের ফার্মেসী ব্যবস্থা

avatar
(Edited)

▶️ Watch on 3Speak


আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি হাফিজ, ওমান থেকে আরেকটি বাংলা পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পোষ্টটিতে আমি ওমানের ফার্মেসী ব্যবস্থা সম্পর্কে কিছু ধারণা দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ।

ফার্মেসীর ক্ষেত্রে বাংলাদেশ এবং ওমানের মধ্যে বিস্তর ফারাক দেখা যায়। বাংলাদেশের মত যে কেউ ইচ্ছামত একটা ফার্মেসী দিয়ে ফেলতে পারে না এখানে। সঠিক প্রতিষ্ঠান থেকে অনুমোদন সাপেক্ষেই একটা ফার্মেসী খোলা সম্ভব। তবে এখানে এটা উল্লেখ করা প্রয়োজন মনে করছি যে বাংলাদেশে ফার্মেসী প্রতিষ্ঠার সঠিক প্রসিডিউর আমারও জানা নাই।

বাংলাদেশের মত এখানে যে কেউ একটা ওষুধের দোকান খুলে নিয়ে ওষুধ বিক্রি আরম্ভ করতে পারে না। একজন সার্টিফিকেট ধারী ফার্মাসিস্ট ছাড়া কেউ ওষুধের দোকান চালাতে পারে না। বাংলাদেশের মত ওষুধ বিক্রি করতে করতে ওষুধের নাম-ধাম জেনে নিয়ে পরবর্তীতে নিজেই নিজেই একটা ফার্মেসী দিয়ে দেয়া বা ডাক্তারী আরম্ভ করা, ওমানে সম্ভব না। ওমানে ফার্মাসিস্ট হিসাবে জব করার রিকোয়ারমেন্ট অনেকটা ডাক্তারদে মতই। নিজের খরচে ওমানে এসে এখানকার হেলথ মিনিস্ট্রিতে ভাইবা দিয়ে পাশ করলেই শুধুমাত্র ওমানে ওষুধ বিক্রির লাইসেন্স মিলবে। অন্য কোন পথ বা পন্থা নাই।

এখানে ওষুধ কেটে বিক্রি হয় না। জ্বর বা মাথা ব্যথা হল, ২টা প্যারাসিটামল ট্যাবলেট কিনবেন? কিন্তু আপনাকে পুরা একপাতা কিনতে হবে, ২ টা কেটে দিবে না। গ্যাসের ওষুধ খাবেন ৩-৪টা? আপনাকে কমসে-কম ১ পাতা ওষুধ কিনতে হবে। ওষুধ কম্পানির যে কয়টা ওষুধের পাতা বানাবে, সেটাই নিতে হবে। যেমন, আমাদের দেশে Fexo 120 ওষুধ আছে ঠান্ডা বা এলার্জির জন্যে। এখানে যে কম্পানি এই ওষুধটা বানায়, তারা বানিয়েছে ১৪টার পাতা। তাই ফেক্সো ১২০ মত সেইম ওষুধ কিনতে হলে আপনাকে ১৪টা ওষুধ সম্বলিত পুরা পাতাটাই কিনতে হবে, কেটে ৭টা আপনাকে দিবে না।

এই কেটে ওষুধ বিক্রি না করার জন্যে মাঝে মাঝে কিছু প্রব্লেমও হয়। কিছু উদাহরণ দেই। এখানে Zimax 500 এর সেইম ওষুধ যে কম্পানিগুলো বানায়, সবারই একপাতায় ৩ দিনের ওষুধ থাকে। আমরা বাংলাদেশে সাধারণত ৫ দিনের ওষুধ দিয়ে অভ্যস্ত। তাই প্রথম প্রথম একটু অস্বাভাবিক লাগত। ৫ দিনের ওষুধ লিখলে রোগীকে দুই পাতা ওষুধ কিনতে হবে এবং সেখানে ওষুধ হবে মোট ৬ দিনের। এটা আর এমনকি? একটা না হয় খেল না! যখন এখানকার ওষুধের দামের বিষয়টা মাথায় রাখতে হয়, তখন আরো একপাতা ওষুধ গরীব রুগীকে কিনতে বলতেই কেমন যেন লাগে। Cef-3 200mg এর ওষুধটার পাতা হয় ৪টায়! যদি কোন রোগীকে ৫ দিনের ওষুধ দিতে চাই, তাহলে তাকে কিনতে হবে ২ পাতা। দামটাই তখন মুখ্যবিষয় হয়ে ওঠে।

আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করছি এখানে ফার্মেসী বিষয়ে। এখানে কিছু ওষুধ আছে যা ডাক্তারের প্রেশক্রিপশান ছাড়া বিক্রির অনুমতি নাই। কোন প্রকারের অ্যান্টিবায়োটিক ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ফার্মাসিস্টের বিক্রির অনুমতি নাই। যদিও কিছু কিছু ফার্মাসিস্টকে কখনকখনও দিতে দেখা যায়। কিন্তু এটা আইনত অপরাধ।

আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা ওমানের ফার্মেসী বিষয়টা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এই পোষ্টের মাধ্যমে। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।


▶️ 3Speak



0
0
0.000
9 comments
avatar

দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের এন্টিবায়োটিক ঔষধ মুড়ির মত খাওয়া হয়। বাংলাদেশ ফার্মাসিস্ট বলতে অনেক মানুষই গুলোতে কয়েকদিন থাকলেই সেই সার্টিফিকেট পেয়ে যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে আর এখানে ব্যাঙ্গের ছাতার মত ফার্মেসি খুলে পড়ে। অনেক ফার্মেসি লোকেরা নিজেদের বড় ডাক্তার মনে করে এবং এমনকি নিজেরা অনেক সিরিয়াস রোগীদের প্রেসক্রিপশন করে থাকেন। যা সত্যিই দুর্ভাগ্যজনক। ওমানের স্বাস্থ্যব্যবস্থা আর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তাহলে দিনে রাতে তফাৎ। ধন্যবাদ সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য।

0
0
0.000
avatar

হ্যা। এটা অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশীদের জন্যে একটা সমস্যা। কিন্তু অনেক সমস্যার মত এটা নিয়েও কারও মাথা ব্যাথা নাই।
ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্যে।
!ENGAGE 25

0
0
0.000
avatar

Thank you for your engagement on this post, you have recieved ENGAGE tokens.

0
0
0.000
avatar

Vai dukkhojonok holeo sotto j amader deshe onek ain ase but konotar bastobayon nei, ain ase prescription chara antibiotics bicri kora nished but keu seta mane na and ainer proyeger bepare checking korar keu nei.
Normal kono problem niye pharmacy t gelei antibiotics diye dey icche moto.

Even ami emon o dekhesi eta antibiotics sesh howar pore aro ekta doze diye dise. Ashole amra oniyomer majei kono mote beche asi.

0
0
0.000
avatar

Yes. Brother! There is no implications of any laws there. Our future seems really dark.

Thanks for stopping by.

!ENGAGE 30

0
0
0.000
avatar

Thank you for your engagement on this post, you have recieved ENGAGE tokens.

0
0
0.000
avatar

Ukraine eo same rules, amr mone hoi bangladesh baad e maximum country same rules follow kore pharmacy business e...

0
0
0.000
avatar

Most likely. In Bangladesh, we have rules, written in the books. In most of the cases, not applied in the proper places.

Thanks for stopping by. !ENGAGE 10

0
0
0.000
avatar

Thank you for your engagement on this post, you have recieved ENGAGE tokens.

0
0
0.000