প্রবাসের হাল-চালঃ একজন প্রায় রক্তশুণ্য রুগীনির গল্প

avatar
(Edited)

▶️ Watch on 3Speak


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি সবাই বহালতবিয়তেই আছে। আমি হাফিজ, ওমানের থাকি। একটা বেসরকারী ক্লিনিকে ডাক্তারী করি।

আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একজন বাংলাদেশি রুগীনির গল্প শোনাব। তার রক্তের হিমোগ্লোবিন এত কমে গেছে যে এর জটিলতা হিসাবে তার হার্ট ফেইল করে সারা শরীর ফুলে গিয়েছে। এর পাশাপাশি তার ছিল অত্যধিক দুর্বলতা এবং একটু হাটাহাটি করলেই হাফিয়ে (হাফ/দম লেগে যাওয়া) যাওয়ার সমস্যা।
পুরো গল্পটা শোনার জন্য ভিডিওটা দেখবেন বলে আশা রাখি।

এই ভিডিওএর এক পর্যায়ে আমি কয়েকটা "জানা থাকা ভাল" টাইপের তথ্য উপস্থাপন করেছি। এই তথ্যের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
প্রশ্নঃ হার্ট ফেইল করলে, কিডনী ফেইল করলে বা লিভার/ পেটের ক্যান্সারের জন্যে সর্বপ্রথম শরীরের কোন অংশ ফোলা শুরু হয়?


▶️ 3Speak



0
0
0.000
2 comments
avatar

Tinti somosshar kotha shunlam and somossha/lokkhongula jene rakhlam jodi future e kaze lagate pari, tahole apnake thanks dimu ne :D
Ha ai problem ta amder deshe beshi, ager records gula keep kore na, tobe ami keep kori, jate records dekhe new doctor er decision nite sohoj hoy.
Vai check kore dekhlam amar ai rook nai, ami safe asi, hi hi hi

Khub chomotkar ekti video share koresen vai, ai rokom informative video aro chai, jate amra rugira kisuta careful hote pari.

0
0
0.000
avatar

ধন্যবাদ এরকম উৎসাহ দায়ক কমেন্ট এর জন্য। জেনে ভাল লাগলো যে আপনি পূর্বের মেডিকেল রেকর্ড গুলো সংগ্রহে রাখেন। এটা অবশ্যই নতুন ডাক্তারকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। না হলে ডাক্তারকে আবার গোড়া থেকে শুরু করতে হয় যা রুগির জন্যেও সময়ের অপচয়।

আমি চেষ্টা করব এরকম অভিজ্ঞতা শেয়ার করার জন্যে।

আবারও ধন্যবাদ আপনাকে।

0
0
0.000