The scream of the banshee - Part 1

avatar

The campfire is lit,
The moon behind the clouds,
The night feels so spooky
As the ghosts are seen in shrouds.
Yes, folks, it’s the spooky day,
You want to hear a story, gather around!
Trick o’ treating can be fun, so can the decorations,
But what to do when you see a banshee floating around?

It’s storytime!!! And who doesn’t love a good old fashioned ghost story! But it’s not a good old fashioned ghost story, it’s a bit different. Do you want to hear it? Let’s hear it.

Just like all the story starts, once upon a time, there were two teenage best friends, let’s call them Chapati and Khunti. Okay, okay the names are funny but what’s in a name? Do you think Komola Shundori was a good name? But still, there was a whole story about her. And who names their kid Snow White? Just imagine your name as Snow White. So where were we? Okay, so Chapati and Khunti were two best friends. Chapati was trying to appear like a witty boy like a Jr. Sherlock Holmes and Khunti was, well you can compare him with Rambo. Jr. Sherlock Holmes and Rambo the second, (giving myself a shabashi).

Chapati and Khunti were always going around solving mysteries. They even have set up their own detective agency, CK Mystery Agency. Chapati usually messes up and catches the wrong bad guy half the time and Khunti has a little hearing problem and his traps usually backfire on him. Hmm, a terrible duo indeed! Even the local authorities tell them not to meddle around, but they are too stubborn to pay attention.

5aaf83162e77e3d0e817875a98f02c6b.jpg

Image

There’s a small-town called Kumrabari. Around 300km far from Chapati and Khunti’s home. There have been sightings of a banshee terrorizing the citizens. Some people even got together to look for it but ran off after seeing it. They say, her skin was as pale as snow, eyes red as blood. She looks so thin like a skeleton wrapped up in the skin. Her hair was so long like endless vines flowing all around. Her scream is deafening, so frightening that it can give a grown man a heart attack. Ooohhh so scary, see I got goosebumps. No one has any clue of what this banshee wants. Even local authorities have asked for help from outside. So many private detectives came and went scared away. Even gypsies were called to do their chant but to no avail.No one dare to go against the banshee and no one can save the town. Day by day the citizens are leaving town. No one wants to live in this God-forsaken place. The mayor has wrinkles on his forehead, eyes popping out of the sockets. He hasn't slept in a while, too worried about the banshee. Poor guy!

The Mayor: (worried sick) Inspector, Inspector do something!! This is going out of hands!! What to do what to do!!! I'm losing my mind (crying). Look at me, I'm going crazy!!
Inspector Onto Kholil: Calm down calm down sir! Your BP will rise Sir! You can get a stroke.
The Mayor: Do I look like I can be calm!! Huh, huh! (screaming)I CAN’T BE CALM!!!
Inspector Onto Kholil: Sir please, listen to me. I have an idea. I have heard of 2 meddling kids who try to solve such problems. If I have your permission maybe we can call them?
The Mayor: (tiring voice)At this moment, I’ll try anything. Go ahead call them.

Inspector Kholil comes to the police station. He calls out for Constable Sallu Chowdhury.

Inspector Kholil: (to Constable Sallu)Get me the contact number of CK Mystery Agency NOW!!
Constable Sallu: Yes sir yes sir. (he stumbles as he runs)
(20 minutes later) Constable Sallu: Sir sir, here is the number. **********

Inspector Kholil dialing the number as the keypad beeps tut tut-tut tut… the phone rings ♩♪♫♬♩♪♫♬♩♪♫♬

(The other end) Chapati: Hello CK Mystery Agency how can I help you?
Inspector Kholil: This is Inspector Onto Kholil speaking from Kumrabari. Who am I speaking to?
Chapati: This is Chapati speaking.
Inspector Kholil: Oh Chapati. Just who I was looking for. We are facing a problem here at Kumrabari. A banshee has been terrorizing the townsfolk. Nobody has a clue about how to deal with this. I was calling to see if you and Khunti can be of help.
Chapati: Sure we can help. We'll get to Kumrabari ASAP.

Chapati and Khunti driving their scooter with the sidecar the next morning heading towards Kumrabari. They get to the police station and have a meet and greet with Inspector Kholil.

Inspector Kholil: Welcome welcome to Kumrabari.
Khunti: Thank you so much, Inspector. I hear Prawn Malai-curry is very famous here. I wouldn't mind having a few of them. What do you say Chapati?
Chapati: Uff you and your stomach. You can only think of food huh! Here's a banshee running amok.
Khunti: Okay okay chillax bro. Atleast let's have some snacks before we go to the sightings.
Chapati: Okay fine. let's go grab something.
Inspector Kholil: Okay we'll go to the haunted area after you two have something.
Khunti: Sounds cool (grinning widely)

After having a fair share of snacks Chapati, Khunti, Inspector Kholil, and Constable Sallu all go to visit the distant cave where the townsfolk has seen the banshee to go to.

Khunti: Bloody hell this place looks so scary.
Chapati: (smacking at the back of Khunti's head) of course, it's supposed to be, you dimwit. There's a banshee living here.
Khunti: Bro I don't like this place (tugging on Chapati's shirt) Can we go back?
Chapati: Just stick close to me, alright?
Khunti: Okay (stuttering in fear). )(he sticks his nose to Chapati)
Chapati: (to Khunti) What the hell are you doing? (annoyed slightly)
Khunti: (stuttering) You said stick nose to you!
Chapati: I SAID close not Nose (very annoyed)
Khunti: OHH now I get it. Okay
Chapati: Inspector Kholil, why is this place so deserted?
Inspector Kholil: I don't know about the history of this place. I'm new here as well.

Constable Sallu: I'll tell you. I was born and raised here. I know all the stories. A long time ago, there lived a couple just a few miles away from here. They were not very happy because the wife couldn't provide a child. One day the husband brought in another woman to their house and claimed that they got married and that woman is pregnant. the husband threw out the wife. The wife stayed just outside the house for 3 days and 3 nights crying and wailing. Then one day the husband couldn't take it anymore and took her to this cave and smothered her, leaving her body here to rot. On the 4th day of her death, screams were coming out of their house (he said hoarsely). A guy saw the old wife coming out of the house looking dreadful, eyes red as blood, skin so white, even her hair was white and so long and flowing everywhere. After she left, that guy went to the house and found the husband and the new wife dead (said spookily). To this day, her wails get heard. But she was never seen before these incidents.

Chapati: That is a terrifying story.
Khunti: You kidding right! Bloody hell, I'm getting out of here right now. (clearly overreacting)
Chapati: Just calm down Bro, you're overreacting. There's no such thing as ghosts.
Inspector Kholil: Okay enough, Let's move forward.

Suddenly, Chapati notices a piece of torn white cloth lying beside a rock. he bends down and picks it up. Looking intently at it, as if he found a clue.

Chapati: Inspector Kholil can you please check where this piece of cloth came from?
Inspector Kholil: Sure, I'll get right on it.

Suddenly Inspector Kholil notices blinking lights, quite a few of them. Then he notices movements.

Inspector Kholil: (to everyone) DO not make a noise!!
Khunti: What's happening, inspector?
Inspector Kholil: There are bats on top of us (sounding nervous). Just slowly and quietly move towards the entrance.
Khunti: (almost crying) Okay, no problem. AAAAAAAAAAAAAAA ruuuuuuuunnnnnn. (screaming on top of his lungs)
Chapati: Oh shoot. let's run

Everyone flees trying to cover themselves as bats flying over their heads. Khunti continues to scream. 2 bats flying over his heads and not leaving him alone. Constable Sallu brings out his slingshot and throws rocks at the bats, accidentally hitting Khunti and Khunti faints.

to be continued.....

Bangla (বাংলা):

আজ নাকি হ্যালোইন?
ওটা আবার কি জিনিস ভাই?
শুনেছি সবাই ভুত সাজে,
গল্প বলতে এলেম তাই।
ওই যে সেই সব গল্প!
হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাও!
হুম ওইরকমই এক গল্প,
শুনতে কি চাও?
না না ঠাকুরমার ঝুলি থেকে নয়,
বলবো একদমই অরিজিনাল।
আমরা যেমনটি ভেজালহীন,
গল্পটিও নয় টিপিক্যাল।

হুম এক যে ছিল গরু, আমার গল্প শুরু। শুরুতেই বলে দিচ্ছি কিন্তু, এটা অন্য ভুতুড়ে গল্পের মত নয়। আরে একটু দেশি মাল মশলা না মেশালে হয় নাকি,হ্যাঁ? কি বলেন? আচ্ছা গল্প শুরু করা যাক। দুই মানিক-রতনের গল্প। তাদের নাম চাপাতি আর খুন্তি। শুনে হাসি পেলো? হাসেন। নো প্রবলেম। আমি কি বলেছি যে ভুতের গল্প? কখন বলেছি? আর নাম নিয়ে এত হাসির কি আছে? আজকাল কার নাম মোটু-পাতলু হয়!! যাক গে। ওহ চাপাতি আর খুন্তি। পাজির পা ঝাড়া দুই কিশোর বালক। চাপাতি খুব চতুর ভাব নেয়ার চেষ্টা করে, আর খুন্তি, ওরে বাবা, কোন পালওয়ানের চেয়ে কম না তাও সাথে ছোট্ট এক্তা সমস্যা আছে; কানে একটু কম শুনে, কিঞ্চিৎ।

আবার খুলেছেও তারা এক ডিটেক্টিভ এজেন্সি, নাম তার CK Mystery Agency. এই দুই ছেলে যেকোনো রহস্যময় ঘটনা হোক না কেন, সমাধানের জন্য ঝাপিয়ে পরবেই। যে যাই বলুক, শুনতে নারাজ, নাক তাদের গলাতেই হবে। থানার পুলিশ পর্যন্ত তাদের কান্ড কারখানায় অস্থির। চাপাতি প্রায়সময়ই ভুল ভিলেন ধরে আর খুন্তির যেন কাজই হল নিজের ফাঁদে নিজের পা দেয়ার।

IMG_20180415_214754_460.jpg

Image

হুম, এখন হলো কাহিনীর শুরু। ৩০০কিমি দূর কুমড়াবাড়ি সদর, বড় নয় ছোট শহর। সেখানে নাকি এক শাঁকচুন্নির ওতপাত চলছে। হ্যাঁ ঠিক শুনেছেন, শাঁকচুন্নি। সবাই ভয়ে তটস্থ। কি করবে কিছুই বুঝতে পারছে না। একবার কয়েকজনে মিলে সিদ্ধান্ত নিলো যে অই শাঁকচুন্নি কে ধরেই ছাড়বে। কিন্তু যেই না শাঁকচুন্নি সামনে এলো, সেই উল্টো পায়ে দৌড়। এ দেখি মহা যন্ত্রণা। সাদা চুনের মতো রঙ, চোখ টকটকে লাল। পুরো হাড্ডিসার, লম্বা সাদা চুল উরাধুরা। আর সে কি তার আর্তনাদ, প্রাণঘাতী। কর্কশ কন্ঠে যখন চিৎকার করে মনে হয় যেন গেলো আত্মা খাঁচাছাড়া হয়ে। বাইরে থেকে ডিটেকটিভ ডাকা হয়েছে, কোন লাভ হয় নি। ওঝা ডেকেও কাজ হলো না। মেয়র সাহেব মহা চিন্তিত। কয়েক রাত ঘুম নেই তার। কপালে তার ভাঁজ, রক্তচক্ষু। এক্কেবারে পাগলপ্রায় অবস্থা।

মেয়রঃ ইন্সপেক্টর, ইন্সপেক্টর কিছু করেন! সব ওলট পালট হয়ে গেলো তো! দেখেন আমার অবস্থাটা। পাগলে হয়ে যাচ্ছি।
ইন্সপেক্টর অন্ত খলিলঃ স্যার মাথা ঠান্ডা করুন। আপনার প্রেসার হাই হয়ে যাবে তো। এভাবে মাথা গরম করলে চলবে না।
মেয়রঃ আপনি আমাকে মাথা ঠান্ডা করতে বলেন! আপনি আমাকে মাথা ঠান্ডা করতে বলেন! এটা কি মাথা ঠান্ডা করার সময়? আমি মাথা ঠাণ্ডা রাখতে পারছি নাআআআআআ!!!
ইন্সপেক্টর খলিলঃ স্যার মাথা ঠাণ্ডা করেন। আমি দুই কিশোর ডিটেক্টিভের নাম শুনেছি যারা এশব প্রব্লেম সাড়াতে ওস্তাদ। যদি অনুমতি দেন তাহলে অদের আসতে বলি!
মেয়রঃ এই পরিস্থিতিতে যেকোনো উপায়ে সমাধানে আমি রাজি। কল করুন ওদের।

ইন্সপেক্টর খলিল পুলিশ স্টেশনে গিয়ে কন্সটেবল সাল্লু চৌধুরী কে ডাকলেন।

ইন্সপেক্টর খলিলঃ কন্সটেবল সাল্লু এক্ষণ CK Mystery Agency এর ফোন নম্বর টা বের করে আনেন।
কন্সটেবল সাল্লুঃ জি স্যার। এক্ষণই নিয়ে আসছি। (বলে দৌড়ে গেলো নম্বর যোগাড় করতে গেলো)
কন্সটেবল সাল্লুঃ স্যার এই যে নিন ফোন নম্বর। ***********

ইন্সপেক্টর খলিল ফোন নম্বর ডায়াল করছে, ফোনে পুটপুট আওয়াজ। রিং পরছে ক্রিং ক্রিং।

(ওপাশ থেকে) চাপাতিঃ হেলো CK Mystery Agency কিভাবে সহযোগিতা করতে পারি?
ইন্সপেক্টর খলিলঃ আমি ইন্সপেক্টর অন্ত খলিল বলছি কুমড়াবাড়ি থেকে। আপনার পরিচয়?
চাপাতিঃ আমি চাপাতি বলছি।
ইন্সপেক্টর খলিলঃ ওহ চাপাতি। তোমাকেই খুঁজছিলাম। বিপদে পরেই কল করলাম। আমাদের কুমড়াবাড়ি সদরে এক শাঁকচুন্নির ওতপাত শুরু হয়েছে। কোনভাবেই সমাধান হচ্ছে না।
চাপাতিঃ অবশ্যই সাহায্য করবো। আমরা এক্ষুনি রউনা করছি।

অতঃপর চাপাতি আর খুন্তি চলল কুমড়াবাড়ির উদ্দেশ্যে তাদের স্কুটার চালিয়ে।

ইন্সপেক্টর খলিলঃ কুমড়াবাড়িতে তোমাদের স্বাগতম।
খুন্তিঃ ধন্যবাদ আপনাকে। শুনেছি আপনাদের চিংড়ি মালাইকারী নাকি দারুণ! কয়েক প্লেট খেয়ে দেখতে অবশ্য আমার আপত্তি নেই।
চাপাতিঃ উফ তোর যতসব পেটুক চিন্তাভাবনা। খাওয়া ছাড়া কিচ্ছু চিন্তা করতে পারিস না! এখানে এক শাঁকচুন্নি ঘুরে বেড়াচ্ছে তার খবর নেই।
খুন্তিঃ উফ ব্রো চিল। একটু যা খিদে পেয়েছে তাই খাবারের কথা বললাম। একটু খেয়ে নিলে হয় না!
চাপাতিঃ আচ্ছা চল কিছু খেয়ে নেয়া যাক। পরে বের হব আমরা।
ইন্সপেক্টর খলিলঃ ওকে তাহলে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেই এরপর আমরা পাহাড়ের কাছে গুহায় যাবো।
খুন্তিঃ বেশতো!
এরপর চাপাতি, খুন্তি, ইন্সপেক্টর খলিল, আর কন্সটেবল সাল্লু চললো গুহার উদ্দেশ্যে।

খুন্তিঃ এ মা! কি ভুতুড়ে জায়গা রে।
চাপাতিঃ (খুন্তির মাথার পিছনে বাড়ি মেরে) ধ্যাত যা তা। তো ভুতুড়ে হবে না মানে! তুইও যে কি বেকুব। শাঁকচুন্নি থাকে এখানে।
খুন্তিঃ দোস্ত এইখান থেকে বের হই চল। একদম ভালো লাগছেনা।
চাপাতিঃ ওহহো কাছাকাছি থাক তো।
(খুন্তি গাছের কাছে গিয়ে দাড়িয়ে গেলো)
চাপাতিঃ এই তুই ওখানে কি করিস। পাগল নাকি?
খুন্তিঃ তুইই তো বললি গাছাগাছি করতে। আমিও বুঝি নি কি বললি।
চাপাতিঃ আররে ব্যাটা আমি বলেছি আমার পাশে থাকতে।
খুন্তিঃ ওহ তাই বল।
চাপাতিঃ আচ্ছা ইন্সপেক্টর খলিল, এই জায়গার কি কোন ইতিহাস আছে?
ইন্সপেক্টর খলিলঃ আমার নিজেরও জানা নেই। আমিও এখানে নতুন।

কন্সটেবল সাল্লুঃ আমি আপনাকে বলব। আমার এখানে জন্মগ্রহণ এবং বড়ও হয়েছি এখানে। আমি সব গল্প জানি। অনেক দিন আগে এখান থেকে কয়েক মাইল দূরে একটি দম্পতি বাস করত। তারা খুব খুশি ছিল না কারণ তাদের কোন সন্তান ছিল না। একদিন স্বামীটা দ্বিতীয় স্স্ত্রী তাদের বাড়িতে এনে দাবি করেছিলেন যে তারা বিয়ে করেছেন এবং সেই মহিলা গর্ভবতী। স্বামী প্রথম স্ত্রী কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলো । প্রথম স্ত্রী ৩ দিন ৩ রাত কাঁদতে কাঁদতে ঘরের ঠিক বাইরে পরে থাকেন। তারপরে একদিন স্বামী আর সহ্য করতে না পেরে প্রথম স্ত্রী কে এই গুহায় নিয়ে এসে গলা চেপে মেরে ফেলে। তার ডেডবডি এখানেই পরে থাকে। তার মৃত্যুর ৪ র্থ দিন তাদের বাসা থেকে চিৎকার শোনা যাচ্ছিল। একজন বুড়ো লোক
প্রথম স্ত্রীকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে। ভয়ঙ্কর ছিল তার রুপ,, চোখ রক্তের মতো লাল, ত্বক চুনের মতো সাদা, এমনকি তার চুলও সাদা এবং এলোমেলো হাওয়ায় উড়ছিল এমন। তিনি চলে যাওয়ার পরে, লোকটি বাড়িতে গিয়ে স্বামী এবং নতুন স্ত্রীকে মৃত অবস্থায় পেয়েছিল। আজ অবধি প্রথম স্ত্রীর কান্না শোনা যায়। তবে এই ঘটনার আগে তাকে আর কখনও দেখা যায়নি।

চাপাতিঃ ভয়ংকর ঘটনা।
খুন্তিঃ ভয়ংকর!! ভয়ংকর (অতিরিক্ত ভীত)!! আমি এক্ষনি বের হলাম। আমি আর থাকবো না।
চাপাতিঃ আহহা এত ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো। এত ওভাররিয়াক্ট করতে হবে না।
ইন্সপেক্টর খলিলঃ আচ্ছা চল সামনে এগুই।

কিছুদুর যেতেই চাপাতি এক্তি সাদা কাপড়ের টুকরা খেয়াল করলো যেটা একটি পাথরের সাথে আটকে ছিল। কাপড়ের টুকরোটি নিয়ে ইন্সপেক্টর খলিলকে দিলো।
চাপাতিঃ ইন্সপেক্টর খলিল এই কাপড়টি ল্যাব টেস্টের জন্য পাঠান তো। কোত্থেকে এসেছে যদি জানা যায় ভালো হয়।
ইন্সপেক্টর খলিলঃ ঠিক আছে দেখি কি করা যায়।
হঠাৎ ইন্সপেক্টর খলিলের নজর গেলো উপরে। সে আলো মিটমিট জ্বলতে দেখে, সাথে মনে হলও কি যেন নড়ে উঠলো।
ইন্সপেক্টর খলিলঃ কেও একটা টু শব্দ করবে না।
খুন্তিঃ কি হয়েছে ইন্সপেক্টর?
ইন্সপেক্টর খলিলঃ আমাদের মাথার উপর শ খানেক বাদুড় ঝুলছে। আস্তে বাহির দিকে যেতে থাকো।
খুন্তিঃ (ঢোক গিলে) ওককে। আআআআআআআআআআআআআআ পালাও বাঁচাও।
চাপাতিঃ ওরে বাপ। চল পালাই।

সবাই দৌড়ে দৌড়ে নিজের প্রাণ বাচিয়ে পালাতে লাগলো। কিন্তু খুন্তির যেন কপাল খারাপ। ৩টা বাদুড় মাথার উপর উড়ছে তার। আর তার ভয়ার্ত চিৎকার। এরই মধ্যে কন্সটেবল সাল্লু তার গুলতি দিয়ে পাথর মেরে বাদুড় তাড়ানোর চেষ্টা করতে লাগলেন। বাড়ি লাগলো গিয়ে খুন্তির মাথায় আর খুন্তি চিৎপটাং।

এখানেই শেষ নয়। আসবে নম্বর ২... একটু অপেক্ষা করুন।

surrealfia.gif



0
0
0.000
5 comments
avatar

Hello there - that was a fun start!
The Ink Well has made some changes and we are not accepting serialisations now. You can read more about it in the September newsletter. Please feel free to finish this story, but if you would remember the new arrangements for another time, that would be great 😍

0
0
0.000
avatar
(Edited)

Sorry about that... just posted it to give everyone a little bit of fun... just a little Halloween fun 🙂 if I have the permission, there's a last part of the story. Can I post it if it's not an issue

0
0
0.000
avatar

Thank you thank you so much everyone for voting. You have no idea how great this feeling is. I'm literally over the moon. Thank you for being awesome 😍

0
0
0.000
avatar

Poor citizens of Kumrabari, being terrorized by banshees. I love ghost stories. Thanks for sharing!

0
0
0.000
avatar

Hahaha thank you... will be posting the last part soon 😁

0
0
0.000