Sky Photography

avatar

বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিভিন্ন রকম টেকনোলজি এবং ডিভাইস এখন আমাদের হাতের নাগালে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জীবন যাত্রাকে করেছে সহজ। স্মার্টফোন এরকমই একটা ডিভাইস যেটা ছাড়া আজ আমাদের একটা দিনও চলে না। কি নাই এটার মধ্যে? এটার মাধ্যমে পুরো বিশ্বই যেন আজ আমাদের হাতের মুঠোয়।

আমার মনে হয়, একটা স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো আমরা বেশি বিবেচনা করি তার মধ্যে ক্যামেরার কোয়ালিটিই থাকবে প্রথম সারিতে। ভাল একটা ক্যামেরা সম্বলিত একটা স্মার্টফোন এর মাধ্যমে আজ আমরা যেকোনো মুহূর্তকেই ধরে রাখতে পারি।

এরকমই কিছু ছবি, যা আমি কয়েকদিন আগে আমার স্মার্টফোন এর মাধ্যমে ক্যাপচার করেছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে। আশা করি আকাশের এই ছবি গুলো আপনাদের ভাল লাগবে।


সুর্যাস্তের পূর্ব মুহূর্তের ছবি। ইব্রী শহরের কোন এক জায়গায়!



মেঘযুক্ত আকাশ। আমার বাসার ছাদ থেকে তোলা!



সুর্যাস্তের আরেকটা ছবি।



আরাকী নামে পাশের আরেকটা শহরের আকাশের চিত্র।


একই রকম দেখতে ছবি হয়ত অন্য কোথাও শেয়ার করে থাকতে পারি। তবে সবগুলোই আমার নিজের হাতে তোলা ছবি।

ডিভাইসঃ স্যামসাং এম৩১।
লোকেশানঃ ইব্রী এবং আরাকী, ওমান।
ক্যামেরা ম্যানঃ আমি।

Posted using Dapplr



0
0
0.000
3 comments
avatar

Thanks for sharing your experience with us!
TIBLogo

You have been curated by @hafizullah on behalf of Inner Blocks: a community encouraging first hand content, and each individual living their best life. Come join the Inner Blocks Community , and check out @innerblocks! #lifehappening

0
0
0.000
avatar

Thank you for your engagement on this post, you have recieved ENGAGE tokens.

0
0
0.000