আমার দ্বিতীয় অক্সিজেন || My second oxygen

avatar

কবির ভাষায় "মা কথাটি ছোট্ট অতি যেন কিন্তু ভাই, ইহার চেয়ে নাম যে মধুর এিভুবনে নাই।"মাগো এখন তোমাকে অনেক বেশি মিস করি জানো।আগে তো চাইলেই সামনাসামনি মা বলে ডাকতে পারতাম কিন্তু এখন ফোনের ওপার থেকে তোমাকে ডাকতে হয়।যেখানে একবার মা বলে ডাকলে শান্তি পাইতাম, আর এখন সারাদিন ফোনে ডাকলেও ওই শান্তিটা পাইনা।


বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে আসলাম। ভাবলাম তোমার মত একজন মা পেয়েছি কিন্তু মা তোমার মত কেউ হয় না।এই মা তোমার মত আমার খেয়াল রাখে না।বরং তোমার মেয়েই তাদের দেখাশুনা করে।দেখেছ মা তোমার যে মেয়ে ভাত খেয়ে প্লেটের পানি ফেলতো না। আজ সে খাবার শেষে সবার প্লেট পরিষ্কার করে।যখন স্কুলে যেতাম তুমি তাড়াতাড়ি সকাল বেলা ভাত রান্না করতে। বাবা এসে ভাত খেতে চাইলে তুমি বলতে, আগে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠায়, তারপর তোমাকে ভাত দিচ্ছি। তোমার সেই মেয়ে এখন সবার পরে খায়।মেয়েদের নাকি আগে খেতে নেই সংসারে অমঙ্গল হয়।
জীবনে অনেক বন্ধু পেয়েছি কিন্তু মা তোমার মত বন্ধু আমি একজনও পাইনি। যাকে আমি আমার মনের কথাগুলো মন খুলে বলতে পারি।তুমিই সেই একমাত্র বন্ধু, যাকে আমি আমার জীবনের ছোট বড় সব কথা বলতে পেরেছি।তুমি আমাকে একদিন একটা কথা বলেছিলে, মায়ের মত বন্ধু কেউ হয় না। অন্যকে বিশ্বাস করে কখনো কোনো কথা বলবে, দেখবে সে তোমার সাথে একটু মন ধরাধরি হলে, তোমার বলা কথাগুলো অন্যকে বলে দিয়ে তোমার বিশ্বাস নষ্ট কবরে।কিন্তু মা মরে গেলেও মুখ থেকে রা শব্দ টি বের করবেনা।
মাঝে মাঝে তোমার সাথে আমি রাগ করতাম কারণ তুমি আমাকে বেশি লোকের সাথে মিশতে দিতে না, কোন বন্ধুর বাড়িতে যেতে দিতে না, কোন আত্মীয় স্বজনের বাড়িতে রাত কাটাতে দিতে না একা একা।তখন আমার মনে হতো তুমি আমাকে বন্দী করে রাখছো কিন্তু না আমি সেগুলো পরে বুঝতে পেরেছি, তুমি আমার ভালোর জন্যই বলেছিলে।কারণ এই বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন গুলো একসময় এমন এমন কথা বলবে যে বুকের মধ্যে দিয়ে তীর ছুটে যায়।আমি আল্লাহর কাছে বারবার একটা জিনিস চাইতাম, যখন আমার বিয়ে হবে আমার স্বামীটা যেন আমার বাবা মা কে দেখাশোনা করে, আমার বাবা মাকে খুব ভালোবাসে, আল্লাহ আমার এই আশাটা পূরণ করে দিয়েছে।
মাগো তুমি আমার এই জীবনের শ্রেষ্ঠ উপহার যেটা আল্লাহ আমাকে নিজ হাতে দান করেছে। আমি ধন্য তোমার গর্ভে জন্ম নিয়ে। তুমি আমাকে এমন ভালোবাসা দিয়েছো যে পৃথিবীর সবকিছু তার কাছে হার মানায়।আল্লাহ তুমি পৃথিবীতে সবার মাকে ভালো রেখো, সুস্থ রেখো।মা তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে ভীষণ ভীষণ ভীষণ "ভালোবাসি"।
received_144644661889290501.jpeg



0
0
0.000
2 comments
avatar

জীবনে এক একজন মানুষকে এক একটা ভূমিকা নিয়ে আসে। আপনার মা যে ভূমিকা নিয়ে এসেছেন , শাশুড়ি মা সেই ভূমিকা নিয়ে আসেন নি। তাই আমি তুলনায় না গিয়ে বরং যার যার অবস্থান থেকে তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য আহ্বান জানাই। আপনার লেখার হাত খুব ভালো। চালিয়ে যান।

0
0
0.000
avatar

ধন্যবাদ ভাইয়া।

0
0
0.000