একটি পুরাতন বইঘর।

বাসা থেকে বের হলাম কিছু কেনাকাটা করতে হবে।চাচাতো ভাই যাবে সাথে তো নিয়ে নিলাম ওনাকে রিকশা নিয়ে চলে গেলাম বইয়ের লাইব্রেরিতে আমি ছোট বোনের কিছু বই নিলাম। ভাই বাসার জন্য কিছু ফলমূল নিলেন তারপরের গন্তব্য পুরাতন লাইব্রেরীর দিকে।কিছু বই আছে যা সাধারণ লাইব্রেরিতে না পাওয়া গেলেও সেখানে পাওয়া যায়। গেলাম,খুজলাম এবং পেয়ে গেলাম।
books1163695_1920.jpg
Source

অন্য কোনো দিনের মতো ভেবেছিলাম আজকেও বই নিয়ে, টাকা দিয়ে চলে আসবো। কিন্তু নাহ, আজকে অন্যরকম কিছু অভিজ্ঞতা লাভ করলাম। আমার চাচাতো ভাই প্রথমেই বলে ওঠলো,

"গরিবুল্লাহ ভাই কেমন আছেন? সেই কতোদিন পর আপনার লাইব্রেরিতে আসলাম"

ওনিও প্রতি উওর দিলেন। ধীরে ধীরে তাদের কথাবার্তা চলতে রইলো আর আমি রীতিমতো হা করে শুনে চলছি। পুরাতন লাইব্রেরী টির নাম ছিল "গরিবুল্লাহ লাইব্রেরি" এবং সবাই এটাকে এক নামে চিনে এবং ওনাকেও। তিনি আজ তার এই লাইব্রেরী নিয়ে অনেক কিছুই বলেছেন,অনেক কথায় শেয়ার করলেন।

ওনি সর্বপ্রথম ১০০ টাকার বই নিয়ে শুরু করেন তার এই যাএা আজ থেকে প্রায় ৩২ বছর আগে। এই বই দিয়েই তার পরিবার চলতো। কথার মাঝে কখন যে তিনি বলে ওঠলেন,
"এই বই দিয়ে ব্যবসা করি,এই বই ছুয়ে বলি আমি এর প্রথম দিকে এই বই বিক্রি করেই চাল-ডাল কিনি আর বেচে ছিলাম।"

কথা টা বলার মধ্যে এক অন্যরকম অনুভূতি ছিল। আমি ওনার এই কথাটির গভীরতা ওনার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারি। আজ ওনার ৪ টি এরকম লাইব্রেরি আছে। তিনি আরো গর্বের সাথে বলেছেন কতো কতো ছেলেমেয়ে তার কাছ থেকে বই নিয়ে গিয়েছে আর সেই মুখগুলোর অনেকে আজ গাড়ি নিয়ে এসেও তার কথা মনে পড়লে দেখা করে কৃতজ্ঞতা জানিয়ে যায়। এর মাঝেই ওনার সন্তুষ্টি। আমি রীতিমতো হা হয়ে তাদের কথোপকথন গুলো শুনছিলাম।

শেষদিকে আরেকটি কথা বকেছিলেন ওনি,
"টাকা নেয় কিন্তু বই প্রয়োজন তাদেরও আমি বলি বই নিয়ে যাও, পড়ো। চাকরি-বাকরি করে নাহয় টাকা দিও।" সত্যি বলতে প্রশংসার দাবিদার।


সত্যি বলতে কি গভীরভাবে চিন্তা করলে তাদের এই অবদান অনেক গরীব ছাএ-ছাএীদের জন্য আশীর্বাদ সরূপ। কেননা আমাদের চারপাশে অনেকই আছে আর্থিকভাবে সচ্ছলতা অধিকারী নয় কিন্তু পড়ালেখার তীব্র ইচ্ছা।

এসব লাইব্রেরী থেকে যে অর্থের জন্য মানুষ কিনে তা কিন্তু নয়। আমরা প্রায়শই কয়েক বছর পুরাতন বই খুজি যেগুলো ভালো মানের হয়ে থাকে,তাছাড়া এসব লাইব্রেরিতে এমন অনেক বই পাওয়া যায় যেগুলো আপনি সাধারণ লাইব্রেরিতেও খুজে পাবেন নাহ।অর্থ এবং চাহিদা দুদিক থেকেই সাহায্য করে টিকে আছে এসব লাইব্রেরী। যাদেরও আছে এর পিছনে অনেক রহস্য ও তৃপ্তির বাণী। সত্যি বলতে আজকের এই অভিজ্ঞতা অনেক কিছুই শিক্ষা দিয়েছে। কোনো কিছুই তুচ্ছ নয়। ওনার ১০০ টাকা নিয়ে শুরু করা ব্যবসা শত ধৈর্যের মাধ্যমে আজকের এই সফলতার অবস্থানে এসে পৌছেছে ৩২ বছর পর। কতো কতো অভাবী দের বাধা থেকে মুক্তি দিয়েছে তার হিসেব নেয়। কতো কতো তৃষ্ণার্ত মনের তৃষ্ণা মিটিয়েছে তারও হিসেব নেয়।


সত্যি আজ এটি খুবই অন্যরকম অভিজ্ঞতা পেলাম। সত্যিই ওনার বিষয়টি আমার মনে দরেছে তাই এইখানেও শেয়ার করার ইচ্ছে হলো। এ বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারেন।ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।



0
0
0.000
2 comments
avatar

Congratulations @minhajulmredol! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 7000 upvotes. Your next target is to reach 8000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Project Activity Update
0
0
0.000