ডালে বসে কাক ডাকে কা-কা-কা

avatar
(Edited)

ডালে বসে কাক ডাকে কা-কা-কা
বনেতে শিয়াল ডাকে হুক্কা-হুয়া........ হুঁউউ

বাসার পিচ্চিটা অনেক মজা করে একসময় ইউটিউবে শুনতো এইসব ছড়াগুলো। এখন আর শোনেনা। এখন শোনে ইংলিশ রায়ীম।

কারণ, ইংলিশ রায়ীমগুলো যে গ্রাফিক্স ইউজ করে, তা সাধারণত বাংলা ছড়াগুলোতে দেখা যায় না। বিদেশিদের চাকচিক্যের সাথে আমাদের সাধারণ জীবনযাপন মেলেই না। এই জন্য গ্রাফিক্স ভালো হলেও ছোটরা খুব স্বাভাবিক ভাবেই তাতে আকৃষ্ট হয় না।ওদের ওসব রং-ঢং আর হরেক রকমের খেলনাওয়ালা ভার্চুয়াল সেটিংসই সেরা।

যাই হোক, কিছুদিন আগেই লিখেছিলাম ইউটিউব কিভাবে আমাদের নতুন প্রজন্মকে আসল পৃথিবীর উত্থান-পতন ও পারিপার্শিক পরিবেশ থেকে দূরে রেখেছে।

সেটাই মনে পড়ে গেলো অফিস ডেস্কে বসে কম্পিউটারের মনিটরে ওয়ালপেপার হিসেবে দেয়া এই ডালে বসা কাকের দিকে চোখ পড়ে।

crow-bird-animal-corvus-corvidae-wildlife.jpg

SOURCE

প্রতিদিনের নিত্যনতুন বায়না — আজ এটা খাবো, কাল ওটা, আমাকে এটা এনে দাও, ইউটিউবের গ্যাবি-এর মতো পোশাক এনে দাও, ওর ভাল্লুকের ড্রেস আছে আমার নেই কেন? ইত্যাদি ইত্যাদি।

মাঝে মাঝে মনে হয় দেই নেট কানেকশন অফ করে। কিন্তু পারি কই? একটু পর গিয়ে আমাকেই তো আবার অন করে দিতে হবে, নাহলে তো আর বাঁচা নেই।

তার চেয়ে বড়ো কথা, নেট ছাড়া আমারই তো চলে না।আমি নিজেই যে অন্তর্জালের জালে বন্দী।

সারাদিন অফিসে তো নেট নিয়েই পড়ে থাকতে হয়।তাও মন ভরেনা। মন ভরবে কি করে?

অফিসে তো থাকি ফেক একাউন্ট নিয়ে। মার্কেটিং করা লাগে রঙিন সব মানুষের একাউন্ট দিয়ে। ওসবে কি আর মন ভরে? ওখানে তো সবাই সুখী, সবাই চোখে রঙিন চশমা পরে ঘোরে।

তাই নিজের আসল একাউন্টগুলো চেক না করলে আর শান্তি লাগে না। দিন শেষে দেখি পরিচিত মুখ গুলো কি করছে, দেখি আর আসল ভেবে শান্তনা দেই নিজেকে।

কিন্তু, ওগুলো কি সত্যিই আসল? কিভাবে হয়? ওটাও যে ভার্চুয়াল, ওখানে তো আসল মানুষটা নেই, আছে অগণিত পিক্সেল দিয়ে তৈরী ওর একটা ভার্চুয়াল রূপ।

এই রূপে কি আর আসল মানুষ পাওয়া যায়?

দিন শেষে আসলে আমাদেরকে নকল মানুষ নিয়েই থাকতে হয়। আসল মানুষের সঙ্গ পেতে হলে এখন যে আমাদেরকে অনেক কিছু বিসর্জন দিতে হয়।

তাই ওটা নিয়ে থাকতেই আমরা বেশি সাচ্ছন্দ্য বোধ করি।আর যদি না করেন, তাহলে আপনিও সেই ডালে বসা কাকের মতো, শুধু কা-কা-কা করেই যাবেন।

অথচ যাদের জন্য আপনার এই হাক-ডাক, তারা কেও কর্ণপাত করবেনা। মেতে থাকবে ইউটিউবের গ্যাবিকে নিয়ে।
#BDCommunity



0
0
0.000
2 comments
avatar

Congratulations @r-nyn! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 1000 upvotes. Your next target is to reach 1250 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

HiveBuzz supports the Austrian Community Meetup
0
0
0.000