"পরিপাটি"

"পরিপাটি"

সাধন চন্দ্র বর্মন

IMG_20201113_154743.jpg

জাতে বাঙ্গালী, ত্বকের রং ঠিকঠাক,
মূখমন্ডলের গড়নে কিছুটা উপজাতীয় ভাব।
মাথা ভরা কোকরানো চুলের আমার সে কি গুন,
মাঝে মাঝেই তাই চুল কাটিয়া লইতে অর্থ গুনিতে হয় দ্বিগুন।

প্রয়োজনের অতিরিক্ত সরিষার তৈলে মাথার চুলগুলোকে ভিজিয়ে,
ভদ্রবেশে সিথী করে, কখনো দেখানো হয়নি চুলের মাঝে আলোকরশ্মির ঝিকি-মিকি খেলা,
চুলের প্রতি আমার এই উদারতা, পরিগনিত হইলো আজ রূপে অবহেলা।

কবে জানি শুনিয়াছিলাম, বাহিরে ফিটফাট,ভিতরে সদরঘাট,
তবে হেতু করিয়াছিনু পণ, বাহিরে যা হবার হোক না কেন,
মোর ভেতরটা করিব বৃন্দাবন।

আজ আমাদের এমনও দুর্গতি, ভিতর বাহির উভয়তেই সদরঘাট,
শৃঙ্খলা আজ বনবাসে, শূন্যতার কোঠায় দাড়িয়েছে, মোদের পরিপাটি।

পোশাকে-আশাকে, ভোজন-বিলাসে, সংস্কৃতি-ঐতিহ্যে,
কেন বৃথায় মোরা খুজিয়া বেড়াই পরিপাটি,
দূষিত রক্ত যখন অবিরাম বহিয়া চলিতেছে চিন্তার ধমনী থেকে ধমনী।

"সার্থক হইবে জনম মোদের, যদি সুস্থ্য চিন্তা হয় মোদের পরিপাটি।"



0
0
0.000
3 comments